দিল্লির অস্তীত্ব রক্ষার ম্যাচে মোস্তাফিজ খেলবেন তো?

আইপিএলের চলতি আসরে বাঁচা-মরার ম্যাচে আজ বুধবার মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে যেতে হলে দুই দলকেই তাদের বাকি দুটি ম্যাচে জয় পেতে হবে। ফলে আজকের ম্যাচটি হয়ে উঠেছে একপ্রকার ‘ফাইনাল’।

ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে মাঠের লড়াইয়ের আগে বড় শঙ্কার নাম—আবহাওয়া। ভারতের আবহাওয়া বিভাগ মুম্বাইয়ের জন্য জারি করেছে ‘ইয়েলো অ্যালার্ট’। আজ শহরজুড়ে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি স্থায়ী হতে পারে দেড় ঘণ্টা পর্যন্ত, যা ম্যাচ শুরুর সময়কেই প্রভাবিত করতে পারে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে কী হবে মোস্তাফিজের দিল্লির ভাগ্য? মুম্বাই বর্তমানে দিল্লির চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে। ম্যাচ ভেসে গেলে উভয় দল এক পয়েন্ট করে পাবে—ফলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৫, আর দিল্লির ১৪।

এই অবস্থায় দিল্লির প্লে-অফ স্বপ্ন ঝুলে থাকবে মুম্বাই ও পাঞ্জাব কিংসের শেষ ম্যাচের ওপর। যদি মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয়, তবে দিল্লির সব আশা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে দিল্লির শেষ ম্যাচে জয়ও আর কোনো কাজে আসবে না।

তাই দিল্লি চাইছে অন্তত সংক্ষিপ্ত হলেও আজকের ম্যাচটি যেন মাঠে গড়ায়। অন্যদিকে, মুম্বাই চাইবে বৃষ্টি হোক, অন্তত এক পয়েন্ট পেলেই তাদের প্লে-অফের পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৫ এ অভিষেকটা ভালো কাটেনি। এবারের আসরে তার অভিষেক হয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশি এই পেসার ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন। কোনো উইকেট অবশ্য তুলে নিতে পারেননি তিনি। 

তাই তিনি এই ম্যাচে একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দিল্লির সমর্থকদের আশা, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ এই পেসারকে একাদশে রাখা হবে।

Exit mobile version