দীর্ঘ ২২ বছর পর টেস্ট ক্রিকেটে আবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নটিংহামে শুরু হচ্ছে একমাত্র টেস্ট। দুই দলের জন্যই এটি একটি ঐতিহাসিক ম্যাচ।
সর্বশেষ ২০০৩ সালে টেস্টে দেখা হয়েছিল দুই দলের। সেই সিরিজে ইংল্যান্ড জয় পায় ২-০ ব্যবধানে। ইতিহাসে মোট ছয়টি টেস্টে মুখোমুখি হয়েছে তারা, যেখানে তিনটি জিতে তিনটি ড্র করে ইংল্যান্ড। জিম্বাবুয়ের জয় এখনো অধরা। তবে এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন জানালেন, “এই টেস্ট ঘিরে দলে দারুণ উত্তেজনা কাজ করছে। আমরা জানি কাজ কঠিন, তবে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামব।” বাংলাদেশ সফরে ১-১ সমতায় শেষ হওয়া সিরিজ তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ইংল্যান্ড দলও নেয়নি কোনো ঝুঁকি।
নিয়মিত অধিনায়ক বেন স্টোকস ফিরেছেন ইনজুরি কাটিয়ে। অভিষেক হতে যাচ্ছে প্রতিভাবান পেসার স্যাম কুকের, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ইতোমধ্যে ৩২১ উইকেট শিকার করেছেন। তার সঙ্গে থাকবেন জশ টাং ও গাস অ্যাটকিনসন। স্পিন বিভাগে আছেন শোয়েব বশির।
টপ অর্ডারে থাকছেন ক্রলি, ডাকেট, ও পোপ। মিডল অর্ডারে রুট, ব্রুক ও উইকেটরক্ষক জেমি স্মিথ। ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানালেন, “জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, তারা চমক দেখাতে পারে।”
জিম্বাবুয়ের স্কোয়াডেও দেখা যাবে অভিজ্ঞ মুখ—ফেরানো হয়েছে সিকান্দার রাজা, পেসার নিউম্যান ন্যামহুরি এবং কিপার ক্লাইভ মাদান্দেকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















