মাঝে বড় স্কোরের আশা জাগালেও প্রথম ইনিংসে ব্যাটারদের নিয়মিত উইকেট হারানোয় একটা সময় মনে হচ্ছিলো প্রথম দিনেই অলআউট হয়ে যাবে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তাইজুল-শরিফুলের ২০ রানের জুটিতে প্রথম দিন টিকে যায় স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিনের শুরুতে এক উইকেট হাতে থাকা বাংলাদেশের লক্ষ্য ছিলো ৩১০ রানের সাথে আরো কিছু রান যোগ করা। সেটা অবশ্য হয়ে ওঠেনি। দিনের প্রথম বলেই বাংলাদেশ বিলিয়েছে শেষ উইকেটটা। আর তাতেই বাংলাদেশের ইনিংস থামে সেই ৩১০ রানেই।
ফিল্ডিংয়ে এসে নিউজিল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোর উইকেটের আবেদন করেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউটা অবশ্য বিফলেই যায়। এ যাত্রায় ডেভন কনওয়ে বেঁচে গেলেও তাঁকে ফিরিয়েছেন সেই মিরাজই। তবে সেটা ইনিংসের ১৬তম ওভারে। ফেরার আগে ১২ রান করেছেন ডেভন। বাংলাদেশের প্রথম সাফল্য আসে ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে। তাইজুল ইসলামের বলে নাঈম হাসানের মুঠোবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার টম লাথাম। ফেরার আগে তিনি করেছেন ৪৪ বলে ২১ রান।
লাঞ্চ বিরতি পর্যন্ত দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৮ রান জমা করেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ কেন উইলিয়ামসন ২৬* এবং হেনরি নিকোলস ১১* রান করে অপরাজিত আছেন।