দুই কোটি রুপিতে চেন্নাইয়ে মোস্তাফিজ

Muzz-Art of Madras! Welcome to the Pride, Rahman
নিজেদের অ্যাক্স হ্যান্ডলে এভাবেই মু্স্তাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার সিং। আরও সরাসরি বললে মহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাই।

ইন্ডিয়ান সিমেন্টের স্বত্ত্বাধিকারী ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, আলোচিত ও বিতর্কিত নারায়নস্বামী শ্রিনিভাসানের মালিকানাধীন দল হলেও চেন্নাই সুপার কিংসকে ধোনীর দল হিসেবেই বেশি চেনে দর্শকরা। সেই ধোনীর দলেই জায়গা করে নিলেন কাটারখ্যাত বোলার মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলের জন্য মিনি অকশনের আয়োজন করা হয়েছিলো দুবাইয়ে। যাতে একমাত্র বাংলাদেশী হিসেবে ছিলেন মুস্তাফিজ। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে শুরু হওয়ার নিলামের একেবারে শেষ মুহুর্তে রাত আট দশ মিনিটের দিকে দল পান মুস্তাফিজ।

ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় চেন্নাই। আগের পাঁচ আসরে খেলা মুস্তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি হওয়ায় অনেকেই হয়তো ভেবেছিলেন এবার হয়তো দল পাবেন না বাংলাদেশের এই বোলার।

এর বড় করণ ছিলো তার সাম্প্রতিক ফর্মটাও ভালো যাচ্ছিলো না। আর কিনতে হলে তো ভিত্তিমূল্য বা বেইজ প্রাইসের কম বলাও যাবে না। আবার জাতীয় দলের সূচি থাকায় আইপিএলের পুরো মৌসুমে তাকে দলেও পাওয়া যাবে না। ফলে দল পাওয়া নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছিলো।

নিলামের সময় ফুরিয়ে আসছিলো। কিন্তু কোন দলই আগ্রহ দেখাচিছলো না। শেষ পর্যন্ত চমক হয়েই আসলো নিলামে তার নাম তোলার ঘোষণা। চেন্নাই সুপার কিংস কর্তাদের ইঙ্গিতেই হয়তো নিলাম পরিচালনা কারীর হাতুড়ির বাড়ি ওঠে।

চেন্নাই সুপার কিংস বা সিএসকে হতে যাচ্ছে ফিজের পঞ্চম ফ্রাঞ্চাইজি। যার শুরুটা হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে। পরে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। আইপিএলে খেলা ৪৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৪৭। ইকোনোমি ৭ দশমিক নয়-তিন।

২০১৬ সালের জুনে মিরপুরে ভারতীয় ক্রিকেট দলকে নাস্তানাবুদ হয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিলো ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচে ঘটেছিলো একাধিক বিতর্কিত ঘটনা।

মার্চের ওই ঘটনার পর জুনে বাংলাদেশ সফরে আসে পূর্ণ শক্তির ভারতীয় দল। আর সেই দলটাকেই ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিলো বাংলাদেশ। বল হাতে প্রথম ম্যাচেই মুস্তাফিজ নিয়েছিলেন ৫ উইকেট। ২০১৬ আসরেই আইপিএলে দল পেয়ে যান মুস্তাফিজ। হতাশ করেন নি মুস্তাফিজ।

২০১৬ সালে অভিষেক আসরেই আলো ছড়িয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সানরাইজার্সের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। নিয়েছিলেন ১৭ উইকেট। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়।

২০১৭ মৌসুমটাও ছিলেন নিজামের শহরের দলে। পরে মুম্বাই, রাজস্থান ও দিল্লির হয়ে চার মৌসুম খেলা মুস্তাফিজকে আর পাওয়া যায়নি সেই মুস্তাফিজকে। গত মৌসুমে মাত্র ২ ম্যাচ খেলা মুস্তাফিজকে ছেড়ে দেয় দিল্লি।

সব ঠিক থাকলে আইপিএলের ১৭তম শুরু হওয়ার কথা ২২ মার্চ থেকে। যা শেষ হবে ২৯ মে এর ফাইনাল দিয়ে। তবে ১১ মে পর্যন্ত বিসিবি’র কাছ থেকে ছুটি পেয়েছেন মুস্তাফিজ। ফলে চেন্নাই তাকে পুরো মৌসুম পাচ্ছে না ।

Exit mobile version