স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই দিনেই কেপ টাউন টেস্ট জিতে নিলো সফরকারী ভারত। ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সেঞ্চুরিয়ন টেস্ট শেষ হয়েছিলো তিন দিনে। কেপ টাউনে দুই দলের লড়াইটা শেষ হলো এবার দুই দিনে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টে ভারতকে তিন দিনেই হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ৩২ রানের ব্যবধানে প্রোটিয়াদের জয়টাকে বলা হচ্ছিলো ‘ভারতকে টেস্ট শেখালো দক্ষিণ আফ্রিকা’। এবার সেই ভারতই দুই দিনেই জিতলো দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটা। রোহিত শর্মার দল ম্যাচটা জিতলো ৭ উইকেট হাতে রেখেই।
মাত্র ৭৯ রানের টার্গেট বলেই কিনা টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং শুরু করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। দলীয় ৪৪ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তুলে নেন ২৮ রান। ২৩ বলের ইনিংসে জয়সওয়াল বাউন্ডারি হাকিয়েছেন ছয়টি।
বিস্তারিত আসছে….
