দুই ভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক টেস্ট খেলার বিরল কীর্তি গড়া পিটার মুর শেষমেশ ব্যাট তুলে রাখলেন। ৩৪ বছর বয়সী এই ব্যাটার শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। জিম্বাবুয়ে ও পরে আয়ারল্যান্ডের হয়ে খেলা মুর ছিলেন দুই দেশের ক্রিকেট ইতিহাসে পরিচিত একটি নাম।
১৯৯১ সালে হারারেতে জন্ম নেওয়া মুরের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৪ সালে, মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেন জিম্বাবুয়ের জার্সিতে। দেশটির হয়ে খেলেছেন ৮টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি।
২০১৯ সালের পর আর জিম্বাবুয়ের হয়ে মাঠে নামেননি তিনি। তার দাদি ছিলেন আইরিশ বংশোদ্ভূত, যার সুবাদে আইরিশ পাসপোর্ট পান মুর। এরপর যোগ দেন আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে, লক্ষ্য ছিল জাতীয় দলে জায়গা করে নেওয়া।
শেষমেশ ২০২২ সালে আইরিশ দলে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের টেস্ট দলে অভিষেক হয় তার। ওই সিরিজ শেষে খেলেন শ্রীলঙ্কার বিপক্ষেও। যদিও সীমিত ওভারের দলে জায়গা হয়নি।
সর্বমোট ১৫টি টেস্ট খেলেছেন তিনি—এর মধ্যে ৮টি জিম্বাবুয়ের হয়ে, ৭টি আয়ারল্যান্ডের হয়ে। ক্যারিয়ারে ৬টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭৩৪ রান, গড় ছিল ২৫.৩১। ওয়ানডেতে রান করেছেন ৮২৭ এবং টি-টোয়েন্টিতে ৩৬৪।
দুই দেশের হয়ে টেস্ট খেলা মাত্র ১৭ জন ক্রিকেটারের একজন হয়ে ইতিহাসে নাম লেখানো মুর ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন তার অনন্য যাত্রাপথের জন্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















