রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খুব দ্রুতই পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যার দুটিই নিয়েছেন শরিফুল ইসলাম। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের উইকেট নেয়া বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে জানিয়েছিলেন এই পেসার। বাবর আজমকে নিজের ‘ড্রিম উইকেট’ জানিয়েছেন। আজ এই দুইজনের উইকেটই তুলে নিয়েছেন তিনি।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ফিরেছেন ৬ রানে। শরিফুলের ২ বল খেলা বাবর মেরেছেন ডাক। এই দুইজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
এই নিয়ে পাঁচবারের দেখায় প্রথমবার বাবরের উইকেট নিলেন শরিফুল। টেস্টে ৫৪ ম্যাচ খেলে ক্যারিয়ারে এনিয়ে নবমবার শূন্য রানে আউট হলেন বাবর।
সংবাদ সম্মেলনে শরিফুল বলেছিলেন, ‘বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তাঁর সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’