দুই সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে প্রোটিয়াদের রান উৎসব

ইনিংস সর্বোচ্চ ১৩৩ রান এসেছে ভ্যান ডার ডুসেনের ব্যাটে।

বিশ্বকাপ ক্রিকেটে রান উৎসবে মেতেছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত মোট ১৫টি তিন শতাধিক ইনিংসের দেখা পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। তার মধ্যে পাঁচটিই প্রোটিয়াদের। আজ পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান করেছেন তারা। কুইন্টন ডি কক (১১৪) ও রসি ভ্যান ডার ডুসেনের (১৩৩) দুই সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার এই সংগ্রহ।

এমনিতে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের স্পষ্ট আধিপত্য রয়েছে। তবে বিশ্বকাপ আসলে দক্ষিণ আফ্রিকা যেনো কোথায় হারিয়ে যায়। কিউইদের বিপক্ষে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা। এবার হয়তো সেই জয়খরার ইতি টানার সুযোগ প্রোটিয়াদের সামনে। তবে সবকিছু নির্ভর করছে বোলারদের ওপর।

আজ নিউজিল্যান্ডের আমন্ত্রণে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাট করার সুযোগ পেয়েই রান উৎসবে মেতে ওঠেন প্রোটিয়া ব্যাটাররা। শুরুতে এই উৎসবে নেতৃত্ব দেন কুইন্টন ডি কক। অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে প্রথম উইকেটে ডি কক দলকে ৩৮ রান এনে দেন। বাভুমা ২৮ বলে ২৪ রান করেন।

দক্ষিণ আফ্রিকার উৎসব শুরু হয় এর পরেই। কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেন মিলে কিইউ বোলারদের ওপর স্টিম রোলার চালাতে থাকেন। একের পর এক বল মাঠের সীমানার বাইরে পাঠান। কখনো মাটিতে গড়িয়ে আবার কখনো বাতাসে ভাসিয়ে। ঠিক দুইশা রানের পার্টনারশিপ তাদের।

কুইন্টন ডি কক তার ১১৪ রানের ইনিংসটি খেলেছেন ১১৬ বলে। দশটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। বিশ্বকাপে সাত ম্যাচে এটি তার চতুর্থ সেঞ্চুরি। আর ক্যারিয়ারে ২১তম।

ভ্যান ডার ডুসেন ১৩৩ রানের ইনিংসটি খেলেছেন ১১৮ বলে। ৯টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি তার ইনিংসকে সমৃ্দ্ধ করেছে। ক্যারিয়ারে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। দুই রানের জন্য ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনিংসে খেলার সুযোগ নষ্ট করেছেন ডুসেন। তার সর্বোচ্চ রানের ইনিংস ১৩৪।

তবে ঝড়ো ইনিংস খেলেচেন ডেভিড মিলার। মাত্র ৩০ বলে স্কোরবোর্ডে তিনি ৫৩ রান যোগ করেন। দু’টি বাউন্ডারি মেরেছেন তিনি। আর ওভার বাউন্ডারি ছিল চারটি।

স্বাভাবিকভাবে প্রোটিয়াদের ব্যাটিং ঝড়ের সামনে কিউই কোনো বোলার স্বাভাবিক বোলিং করতে পারেননি। ট্রেন্ট বোল্ট কিছুটা সমীহ আদায় করেছেন। ১০ ওভারে তিনি ৪৯ রান দিয়ে এক উইকেট নেন তিনি। দুই উইকেট পেয়েছেন টিম সাউদি। ১০ ওভারে তার খরচ হয়েছে ৭৭ রান।

Exit mobile version