সকাল থেকে কয়েকদফা মাঠ প্রদক্ষিণ করেছেন দুই অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রেইফেল ও রড টাকার। কিন্তু খেলা শুরুর মতো মাঠের আউটফিল্ড এখনও তারা পাননি। ফলে, মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা এখনও শুরু হয়নি।
বেলা ১১ টায় মাঠ প্রদক্ষিণ করে রড টাকার মাঠ কর্মীদের মাঠের অবস্থা জানিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জানিয়েছেন ১২ টার সময় তারা খেলা শুরু করতে চান।