দুর্দান্ত খেলে তৃতীয় দিনটা বাংলাদেশের

চা বিরতির আগে সাদমানের উইকেট পড়াতে চাপে পড়েছিলো বাংলাদেশ। প্রয়োজন ছিলো দারুণ একটি পার্টনারশিপের। যেখানে ব্যর্থ হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হয়েছেন আন্তর্জাতিক টেস্টে সাইম আইয়ুবের প্রথম শিকার। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের মাইলফলক ছুঁয়ে লিটনকে সঙ্গী করে দাপুটে ব্যাটিং করে দিনটা বাংলাদেশের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

মুশফিকের ২৮তম টেস্ট অর্ধশতকের পর ৫০ পেরিয়েছেন লিটন কুমার দাসও। করেছেন ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরি। এই দুইজনের পার্টনারশিপে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে ১৩২ রান পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে আজ ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।

Exit mobile version