দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরা তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে আজিজুল হাকিম তামিমের গুলশান ক্রিকেট ক্লাব। রোববার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিমের ফিফটিতে পারটেক্সকে ৫৭ রানে হারায় তারা।

এদিন মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান তোলে গুলশান ক্রিকেট ক্লাব। দলের পক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিম সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া ইফতিখার ৩২, লিটন দাস ২২, মেহেদী হাসান ২৩ রান করে বিদায় নেন।

তবে মোহাম্মদ ইলিয়াস ২১ ও আসাদুজ্জামান পায়েল ৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে পারটেক্সের তৌফিক আহমেদ তিনটি ও শহিদুল ইসলাম ২টি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় পারটেক্স স্পোটিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রবিবুল ইসলাম রবি। এছাড়া জয়রাজ শেখ ২৯, আদিল ১৯ ও জাওয়াদ রনি ১৭ রান করে বিদায় নেন। বল হাতে গুলশানের পক্ষে পায়েল,নাহিদুল ইসলাম ও নাঈম ইসলাম ২টি করে উইকেট নেন।

Exit mobile version