দুর্নীতির দায়ে ছয় বছরের জন্য নিষিদ্ধ সানি ধিলন

সানি ধিলন, আবুধাবি টি ১০ লিগে পুনে ডেভিলসের প্রাক্তন সহকারী কোচ। ছয় বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) অ্যান্টি-করাপশন ট্রাইব্যুনাল ২০২১ সালের আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে দুর্নীতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে।

ধিলন ছিলেন সেই আটজনের মধ্যে একজন, যাদের বিরুদ্ধে গত বছর ইসিবির অ্যান্টি-করাপশন কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের আবুধাবি টি ১০ লিগের আসরে ধিলন দুর্নীতিবিরোধী ৩টি ধারা ভঙ্গ করেছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ট্রাইব্যুনালের শুনানি এবং প্রমাণ পেশের পর ধিলনকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে:

১. অনুচ্ছেদ ২.১.১ – ম্যাচ ফিক্সিং বা প্রভাবিত করার প্রচেষ্টায় জড়িত থাকা।

২. অনুচ্ছেদ ২.৪.৪ – দুর্নীতির আমন্ত্রণ বা প্রস্তাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়া।

৩. অনুচ্ছেদ ২.৪.৬ – তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করা।

ট্রাইব্যুনালের রায় ও শাস্তির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। ধিলনের নিষেধাজ্ঞাটি ১৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে, যেদিন থেকে তিনি সাময়িকভাবে স্থগিত হয়েছিলেন।

উল্লেখ্য, আইসিসি আবুধাবি টি-১০ লিগের জন্য ইসিবির অ্যান্টি-করাপশন কোডের তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করেছিল। ধিলনের অপরাধে ক্রিকেট বিশ্বে নৈতিকতার গুরুত্ব আরও একবার প্রমাণিত হলো।

Exit mobile version