দেড় ঘন্টায় শেষ সব টিকিট!

মাত্রই শেষ হলো এশিয়া কাপ। তবে শেষ হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর।  মঙ্গলবার থেকে সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে দেড় ঘন্টার মাথায় শেষ হয়ে গেছে প্রথম ম্যাচের সব টিকিট। বিসিবির ওয়েবসাইটে সকাল ১১টার পর থেকে কোন টিকিট পাওয়া যাচ্ছে না। 

তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই দামে ইস্টার্ণ গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা,  ক্লাব হাউস (শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। 

সিরিজে দুই দলই গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। তবে তারপরও এই সিরিজ নিয়ে আগ্রহের কমতি নেই। দুই দলেরই বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে সিরিজটি বিশ্বকাপে জায়গা নেয়ার লড়াই। ঢাকার দর্শকদের মধ্যেও সিরিজটি নিয়ে আগ্রহের কমতি নেই। তা টিকিট ছাড়ার পরই বোঝা গেল। শুরু হওয়ার মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে যায় প্রথম ম্যাচের সব টিকিট। 

লিটন দাসকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। বরাবরের মতোই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ছাড়াও অনলাইনে www.tigercricket.com.bd ঠিকানায় সকাল ৯টা (গতকাল মঙ্গলবার) থেকে সকাল ৯টা (বুধবার) পর্যন্ত পরবর্তী দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে।

Exit mobile version