দেশের হয়ে এক অনন্য রেকর্ডের মালিক হলেন মোস্তাফিজ!

বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটের প্রথম যুগ থেকে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের পঞ্চপান্ডবখ্যাত সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ক্যারিয়ার থাকা সত্ত্বেও জয়ের হিসেবে তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন অপেক্ষাকৃত নতুন প্রজন্মের পেসার মোস্তাফিজুর রহমান।

মাত্র এক দশকের ক্যারিয়ারে মোস্তাফিজ গড়ে তুলেছেন নজির। নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয়—যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। ম্যাচটিও বাংলাদেশ জেতে সহজেই, ৮ উইকেটে হাতে থাকে ৩৯ বল।

এর আগে রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ১২৯ ম্যাচের মধ্যে তার জয় ৫২টি। মোস্তাফিজ খেলেছেন ১১২ ম্যাচে, হেরেছেন ৫৭টিতে, আর দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। জয় তালিকায় এরপর রয়েছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ (৪৯টি করে), মুশফিকুর রহিম (৩৭) এবং তামিম ইকবাল (২৩)।

বিশ্ব ক্রিকেটে চোখ রাখলে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি–টোয়েন্টি জয় ভারতের রোহিত শর্মার—১৫৯ ম্যাচে ১০৯ জয়। তার কাছাকাছিও আর কেউ নেই। পাকিস্তানের শোয়েব মালিক (৮৬), ভারতের বিরাট কোহলি (৮২), হার্দিক পান্ডিয়া (৮১) ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৮০) আছেন পরের অবস্থানে।

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি মিলিয়ে রেকর্ড আরও অবিশ্বাস্য। সেখানে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড—৭১৩ ম্যাচে জয় ৩৮৭টি। ৩০০–এর বেশি জয় রয়েছে শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনেরও। বাংলাদেশের মধ্যে এগিয়ে আছেন সাকিব আল হাসান, ৪৫৮ ম্যাচে জয় ২৩৫টি। এক্ষেত্রে সাকিবের ধারে কাছেও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের মোটামুটি সকল নামকরা ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলা হয়েছে সাকিবের। বর্তমানেও তিনি সিপিএলে খেলছেন এন্টিগুয়ার হয়ে।

Exit mobile version