দেশে না ফিরে কাউন্টিতে খেলবেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলবেন ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচেও। এরপরে সাকিব কবে দেশে ফিরবেন তা নিয়ে কৌতুহল দেশের মানুষের।

এবার জানা গেলো দেশে ফিরছেন না সাকিব। পাকিস্তান থেকে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাবেন তিনি। বিসিবি ইতিমধ্যে তাঁকে ছাড়পত্রও দিয়েছে বলে দাবি করছে দেশের প্রথমসারির গণমাধ্যমগুলো।

শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মামলায় ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। যার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে সাবেক এমপি সাকিবের নামেও। গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামী হয়েছেন তিনি।

গুঞ্জন আছে, সাকিবের জন্য আইনি লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি পরিস্থিতি অনূকুলে না থাকায় সাকিবকে দেশে ফিরতেও নিষেধ করেছে বিসিবি।

আগামী ৯-১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ে ইংল্যান্ডের কাউন্টির ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার। ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের সাথে সারের ম্যাচ।

Exit mobile version