প্রায় ১৭ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর মাঝে অনেকগুলো আসর খেললেও গ্রুপপর্ব পার করা হয়নি। এবার সেই লম্বা সময়ের সেই আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ।
সুযোগ ছিলো সেমিফাইনালে খেলারও। তবে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
সবকিছু ঠিক থাকলে আজ সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিন বিশ্রামেই কাটাবেন সাকিব-মাহমুদুল্লাহ-মোস্তাফিজরা। সেখান থেকে তারা সরাসরি যোগ দেবেন বাংলাদেশ টাইগার্সের চলমান ক্যাম্পে।