দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

দুই দফায় পাকিস্তান থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রথম দফায় রাত ১১টা এবং দ্বিতীয় দফার রাত দুইটায় বিজয়ের বেশে দেশে ফেরেন দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দল। তবে ফেরেননি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র অনাপত্তিপত্র নিয়ে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যায় অভিযুক্ত সাকিব।

বুধবার রাত ১১টায় প্রথম বহরে ৯ ক্রিকেটারের মধ্যে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অন্য কোচিং স্টাফরা কয়েকদিনে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরবেন। হাথুরুসিংহে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠক শেষে ছুটিতে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যাবেন।

ফারুক আহমেদের সাথে বৈঠকে নির্ধারিত হতে পারে চন্ডিকা হাথুরুসিংহের ভাগ্য। কোচ হিসেবে তাকে রাখা না রাখার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই বৈঠকেই।

বিমানবন্দরে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবারও বললেন, এই জয় বাংলাদেশের ক্রিকেটের জন্যই সেরা এক অর্জন। শান্তর ভাষায়, এটি শুধু তার নিজের অনুভূতি নয় দলের প্রতিটি ক্রিকেটারই মনে করেন এই অর্জন দেশের ক্রিকেটের জন্যই অন্যতম সেরা এক অর্জন।

ক্রিকেটাররা দেশে ফিরেও খুব বেশি দিনের ছুটি পাচ্ছেন না। সামনেই ভারত সফর। সফরে দুই টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সে লক্ষ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি অনুশীলন শুরু করবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অনুশীলন শুরুর কথা রয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সফর শুরু করবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর পর ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি হবে যথাক্রমে গোয়ালিওর, দিল্লি ও হায়দরাবাদে। সিরিজ শেষে ১৫ অক্টোবর দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

সাকিব আল হাসান সরাসরি ভারতে এসে দলের সাথে যুক্ত হবেন।

Exit mobile version