বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছেন। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বল ঠেলে দিয়েছে সরকারের দিকে। তবে ভক্তদের জন্য একটি সুখবর হলো, দেশে ফিরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সম্ভাবনা রয়েছে সাকিবের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই সম্ভাবনার কথা জানিয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমে ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। তার বাংলাদেশ থেকে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’
গত সপ্তাহে (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং তার শেষ টেস্ট খেলার ইচ্ছার প্রতি সম্মান জানানো উচিত।’
এদিকে, সাকিব কানপুর টেস্ট চলাকালীন জানিয়েছেন, দেশে মামলা থাকা সত্ত্বেও তিনি সিরিজটি খেলতে আগ্রহী এবং আশা করেন দেশে ফিরলে কোনো রকম হেনস্তার মুখোমুখি হবেন না। নির্বাচক কমিটিও শুধুমাত্র ক্রিকেটীয় ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।