দেশে ফেরার আগে শ্রীলঙ্কা পেলো একমাত্র জয়

শূন্যহাতে দেশে ফেরার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষে হেরেও তাদের সুপার এইটে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যায় নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়। এজন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান অ্যাঞ্জেলো ম্যাথুসসহ সিনিয়র ক্রিকেটাররা। দেশে ফেরার আগে নেদারল্যান্ডসকে ক্ষোভের আগুণে পোড়ালো লঙ্কানরা। জয় পেয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে।

সেন্ট লুসিয়ার উত্তরপ্রান্তে গ্রস আইলেটে অবস্থিত ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের পাহাড় দাঁড় করা শ্রীলঙ্কা। দলটার কোন ব্যাটার হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস ও মিডল অর্ডারে নামা চারিথ আসালাঙ্কা। জবাবে ১৬ দশমিক চার ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় ডাচরা।

বড় রানের ইনিংস খেললেও প্রথম ওভারেই উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে ভিভিয়ান কিংমার বলে সাইব্রান্ড এঙ্গেলব্রেখটের হাতে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা। এর পর আর কোন পর্যায়েই লঙ্কান ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি নেদারল্যান্ডস। ১৮তম ওভারে পর পর দুই বলে চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকার উইকেট তুলে নিয়ে সাময়ীক আনন্দে মাতেন লোগন ভ্যান বিক। ওই পর্যন্তই।

২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে আশা জাগানিয়া শুরু ছিলো নেদারল্যান্ডসের। উদ্বোধনী ‍জুটিতে ২৬ বলে ৪৫ রান তোলেন মাইকেল লেভিট ও ম্যাক ও’ডাউড। ৫ম ওভারের তৃতীয় বলে ৮ বলে ১১ রান করা ম্যাক্স ও’ডাউডের বিদায়ের পর ষষ্ঠ ওভারেই আউট হয়ে যান ২৩ বলে ৩১ রান লেভিট। এর পর অধিনায়ক স্কট এডওয়ার্ডের ৩১ ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।

দলটার সাতজন ব্যাটার দু’ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এর মধ্যে লোগান ভ্যান বীক গোল্ডেন ডাক ও কিংমা এক বলে এক রান করে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান থুসারা তিন দশমিক চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিস পাথিরানা।

Exit mobile version