দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হারল সাকিবদের সারের

কাউন্টি ক্রিকেট

প্রায় ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরেন বাংলাদেশের সাকিব আল হাসান। মাঠে নেমেই বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৫ উইকেট। দারুণ বোলিংয়েল পর ব্যাটিংয়ে ব্যর্থ দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ২৪ বলে করেন ১২, দ্বিতীয় ইনিংসে ৫ বলে শূন্য। শেষ পর্যন্ত দলের বাকিদের ব্যাটিং বর্থতায় ১১১ রানে হেরেছে সাকিবরা।

মজার কথা রান তাড়ায় ৪৭ বলে শূন্য করেন ক্লার্ক। ৩০ বলে শূন্য রানে অপরাজিত থাকেন রোচ। টন্টনে ম্যাচের শেষ দিন সমারসেটের শেষ উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সাকিব।

জবাবে ২২১ রানের লক্ষ্য তাড়ায় সতর্ক শুরু করেন ররি বার্নস ও ডব সিবলি। ২২তম ওভারে বার্নসের বিদায়ে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। সেখান থেকে ৪৬ রানে যেতে আরও দুই ব্যাটসম্যানকে হারায় সারে। চতুর্থ উইকেট জুটিতে সিবলি ও বেন ফোকস কাটিয়ে দেন প্রায় ৩০ ওভার। ৪৯ রানের এই জুটি ভাঙার পরই ধস নামে তাদের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ১০৯ রানে গুটিয়ে যায় তারা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রান তোলে সমারসেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে সারের ৩২১ রান সংগ্রহ করে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে সমারসেট ২২৪ সংগ্রহ করে। জবাবে সাকিবরা গুটিয়ে যায় ১০৯ রানে।

Exit mobile version