ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্যাচেও হেরেছে বাংলাদেশের নারীরা। বুধবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের নারীদের ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দল। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে। জবাবে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে। এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান উৎসব করেছে। এই উৎসবে নেতৃত্ব দিয়েছেন কুইনা জোসেফ। মাত্র ৩৬ বলে ৬৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। তারপরেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দিন্দ্রা দোতিন। মাত্র ২০ বলে ৪৯ রান করেন। ইনিংসটি সাজাতে তিনি তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মারেন।
বাংলাদেশের ফাহিমা খাতুন ছিলেন সফল বোলার। তিন উইকেট নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার একক আধিপত্য দেখাতে পারেননি। তবে কোনো বোলারের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা স্বস্তি পাননি। উইকেট বিলিয়ে দিয়েছে এসেছেন। একের পর এক উইকেট শিকারের উৎসবে মেতেছে স্বাগতিক বোলাররা।
বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। মাত্র ২৪ রানে প্রথম তিন ব্যাটার ফিরে যান। শারমিন আকতার কিছুটা প্রতিরোধ গড়লেও অন্যরা ছিলেন একই অবস্থায়। ব্যর্থতা ছিল তাদের সঙ্গী। তারপরও অতিরিক্ত খাতের ২০ রান থেকে বাংলাদেশর সংগ্রহটা একটু দেখার মতো হয়। অন্যথায় বড় লজ্জায় ডুবতে হতো।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০১/৬ (২০ ওভার)। (জোসেফ ৬৩, ম্যাথিউজ ২৭, দোতিন ৪৯, গাজনবী ২৪; ফাহিমা খাতুন ৩/৩৮, রাবেয়া খান ২/২৬)।
বাংলাদেশ: ৯৫/৯ (২০ ওভার)। (শারমিন আকতার ২২, স্বর্ণা আকতার ১৬, লতা মণ্ডল ১৩; ম্যাথিউজ ২/৬, চেরি অ্যান ফ্রেজার ২/১৫, আফি ফ্রেজার ২/২১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে জয়ী।