দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন চান্ডিকা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জিতে এখন এক ঐতিহাসিক সিরিজ জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট। দুই ম্যাচ সিরিজের প্রথমটা জেতায় এখন দীর্ঘতম ফরম্যাটে কিউইদের হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ টাইগারদের সামনে।

আগামীকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সাউদিদের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগের দিন আজ হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহ। দিয়েছেন বেশ কিছু প্রশ্নের উত্তর।

মিরপুরের স্পিনিং উইকেটে আগামীকালের ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শান্তরা তা নিয়ে খুব একটা তথ্য দেননি চান্ডিকা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের সীমাবদ্ধতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’এই নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন এই মাস্টারমাইন্ড।

তাহলে কি ঢাকা টেস্টের একাদশে পরিবর্তন আসছে? এই প্রসঙ্গে ইঙ্গিতটা অবশ্য দিয়েই রাখলেন চান্ডিকা। তার মতে, ‘আমাদের সমন্বয় কেমন হবে, তা উইকেটের ওপর, আমাদের শক্তিমত্তার ওপর, ওদের সীমাবদ্ধতার ওপর নির্ভর করবে।’ সিলেটে বাংলাদেশ দলের রণকৌশল প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, পুরো পাঁচ দিনই। আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সেখানে যে সমন্বয় সাজিয়েছি, তা সিলেটের কন্ডিশন অনুযায়ী সাজিয়েছি।‘

সাকিব আল হাসান চোট পাওয়ায় বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে। তাঁর পরিবর্তে দলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই দারুণ নেতৃত্ব দেখিয়ে ও পারফর্ম করে সামনে থেকে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই দ্বিতীয় টেস্টের আগে শিষ্য়ের প্রশংসা করতে ভুলেননি চান্ডিকা।

অধিনায়ক হিসেবে ‘আপ টু দ্যা মার্ক’মনে করে লঙ্কান এই কোচ বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব দু’টি ভিন্ন বিষয়। তার অধিনায়কত্ব অসাধারণ ছিল। কৌশলগত দিক থেকে সে একদম ঠিক জায়গায় ছিল। খেলায় সে বেশিরভাগ সময় এগিয়ে ছিল। তার ফিল্ড প্লেসিং চমকার ছিল। কখনও কখনও সেটা অপ্রচলিত, তবে খুবই কার্যকর।’

Exit mobile version