দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের খেলা শেষে ৩৪ রানে লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে সফরকারীরা। প্রথম দিন শেষে কাইলে ভেরাইনে ১৮ ও উইয়ান মুল্ডার ১৭ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার লিড ৬২।

আগে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ৩৪ রানে লিড পায়। তবে প্রথম দিনে ৬ ওভার খেলা কম হওয়ায় দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়েছে। মিরপুরে প্রথম দিনে বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট পূর্ণ করেন। একই সাথে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদাও রেকর্ড গড়েছেন। তার পূর্ণ হয়েছে ৩০০ উইকেট।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ৪০.১ ওভারে ১০৬/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস প্রথম দিনে ৪১ ওভারে ১৪০/৬

Exit mobile version