সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ মেলেনি বাংলাদেশি ক্রিকেটারদের। সামনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ—পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে পৌঁছাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
নিরাপত্তা এবং কূটনৈতিক বিষয় বিবেচনায় একাধিক ভাগে ভাগ করে পাকিস্তান সফরের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে প্রথম বহরে ১০ জনের একটি দল লাহোরে পৌঁছেছে, যাদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব।
আজ সোমবার সকালে পৌঁছেছে দ্বিতীয় বহর। এই দলে আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, উইকেটরক্ষক জাকের আলি অনিক, অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী এবং স্পিনার শেখ মেহেদী হাসান।
পাকিস্তান সফরের জন্য বিসিবি কাউকে বাধ্য করেনি। ফলে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং উদীয়মান পেসার নাহিদ রানা সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইনজুরিতে থাকা মুস্তাফিজুর রহমানের জায়গায় স্কোয়াডে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ, যিনি সরাসরি পাকিস্তানে পৌঁছেছেন।
পিএসএল খেলতে আগে থেকেই পাকিস্তানে থাকা মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনও স্কোয়াডে আছেন। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—২৮ মে, ৩০ মে ও ১ জুন।
এই সিরিজ দিয়েই দুই দল শুরু করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। মাঠের লড়াইয়ের পাশাপাশি চোখ থাকবে দলগত সমন্বয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















