দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তি রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন এই ডানহাতি স্পিনার। যার পুরস্কার হিসেবে এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে সুযোগ পেলেন রিশাদ।

অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। দলটিতে হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন কিংবদন্তী ক্রিকেটার রিকি পন্টিং। এর আগে বিগ ব্যাশে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই খেলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছেন রিশাদ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ছয়ে ছিলেন তিনি। ছিলেন আসরের ফ্যান্টাসি সেরা একাদশেও।

Exit mobile version