ক্রিকেটে একই দিনে মিশ্র অভিজ্ঞতা পেল ভারত। একদিনে ভারতের নারী ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। একই দিনে পুরুষ ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে আগাভাগে সিরিজ হারিয়েছে। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচ হেরে ভারত ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস জয়ের পর অস্ট্রেলিয়া সফরকারী দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। ব্যাট হাতে ভারতের শুরুটা ভালো হয়েছিল তা বলা যাবে না। আবার খারাপও ছিল না। মাত্র ১৭ রানের মধ্যে জোড়া উইকেট হারালেও তৃতীয় উইকেটে রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ের তা সামলে নিয়েছিলেন। তৃতীয় উইকেটে তারা ১১৮ রানের জুটি গড়েছিলেন। রোহিত শর্মা সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করে তা পাননি, ৭৩ রানে আউট হয়েছিলেন তিনি। আর শ্রেয়াসের ইনিংস শেষ হয়েছিল ৬১ রানে। শেষ পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান।
অ্যাডাম জাম্পা ছিলেন সফল বোলার। ৪ উইকেট শিকার তার। যোগ্য সহচর্য দিয়েছেন হাভিয়ের ব্রাটলেট। ৩ উইকেট শিকার তার।
জবাবে অস্ট্রেলিয়অর শুরুটাও আহামরী ছিল না তনয়। তবে ম্যাথিউ শর্ট আর কুপার কনোলির ব্যাটিং ভারতের জয় কেড়ে নিয়েছে। ৭৮ বলে ৭৪ রান করেন ম্যাথিউ শর্ট,আর কনোলি করেছিলেন ৫৩ বলে ৬১ রান। তবে জয়ের মূল কারিগর বলা যায় মিচেল ওয়েনকে। ২৩ বলে ৩৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে দুই উইকেটে জয় এনে দেন।
সিরিজে তৃতীয় ম্যাচ ২৫ অক্টোবর। সিডনিতে অনুষ্ঠিতব্য এ ম্যাচ ভারতের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই।
