সিলেটে চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের লক্ষ্য পার করতে নেমে দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড।
লাঞ্চ বিরতিতে থেকে ফিরে নিকোলসকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় স্পেলে বল করতে এসেই জুটি ভাঙেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হন নিকোলস। উইকেট হারানোর আগে ১৯ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
৯৮ রানেই নিকোলসের উইকেট হারালেও উইলিয়ামসনের সাথে রানের চাকা চলমান রাখেন ড্যারিল মিচেল। ব্যক্তিগত ৪১ রানে মিচেলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। তবে ধীরে ধীরে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন উইলিয়ামসন। ১১৬ বলে ৬৬ রান করে এখনো অপরাজিত আছেন তিনি।
গতকাল টেস্টের প্রথম দিনে এক উইকেট হাতে রেখে ৩১০ রান করে দিন শেষ করে স্বাগতিক বাংলাদেশ। আজ দিনের প্রথম বলেই বাংলাদেশ বিলিয়েছে শেষ উইকেটটা। আর তাতেই বাংলাদেশের ইনিংস থেমেছে সেই ৩১০ রানেই।
ফিল্ডিংয়ে এসে নিউজিল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোর উইকেটের আবেদন করেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউটা অবশ্য বিফলেই যায়। এ যাত্রায় ডেভন কনওয়ে বেঁচে গেলেও তাঁকে ফিরিয়েছেন সেই মিরাজই। তবে সেটা ইনিংসের ১৬তম ওভারে। ফেরার আগে ১২ রান করেছেন ডেভন। বাংলাদেশের প্রথম সাফল্য আসে ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে। তাইজুল ইসলামের বলে নাঈম হাসানের মুঠোবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার টম লাথাম। ফেরার আগে তিনি করেছেন ৪৪ বলে ২১ রান।