দ. আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

দ. আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে ছিল বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না শারমিন আক্তার-নিগার সুলতানারা।

অবশেষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

দলের পক্ষে ফারজানা হক ৩০ ও রুবায়া হায়দার ২৫ রান করেন। তিনে নেমে শারমিন আক্তার ৫০ রান করেন ৭৭ বলে। এছাড়া অধিনায়ক নিগার ৩২ রান করে বিদায় নেন। এরপর ৩৫ বলে তিনটি করে চার ও ছক্কায় অপরাজিত ৫১ রান করে স্বর্ণা আক্তার। এছাড়া রিতা মনি ৮ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেল অপরাজিত থাকেন।

Exit mobile version