ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিপদেই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট নেই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ রান। সামদান ১ ও মুমিনুল হক শুন্য রানে বিদায় নিয়েছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের জবাবে কাইলে ভেরাইনের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। তাতে সফরকারীরা লিড পেয়েছে ২০২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট নেই।
এর আগে মিরপুর টেস্টে প্রথম দিনে ১৬ উইকেট পরে। এ দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে কেউ দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি।
জবাবে প্রথম দিন শেষে ৬ উইকেটে ১৪০ রান মঙ্গলবার দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং উপহার দেয় সফরকারীরা। প্রথম দিনের ৩৪ রানে লিড নিয়ে দ্বিতীয় দিনে তারা থেমেছে ৩০৮ রানে। সফরকারীদের পক্ষে সেঞ্চুরি করেছেন কাইলে ভেরাইনে। ১৪৪ বলে দুই ছয় ও আট বাউন্ডারিতে ১১৪ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ১০৬/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩০৮/১০
দক্ষিণ আফ্রিকা ২০২ রানে লিড