দ. আফ্রিকা সিরিজ থেকে খেলার টিকেট মিলবে অনলাইনে

অনেক দিন ধরেই বাংলাদেশে টিকেট সংগ্রহ ব্যবস্থা আধুনিকীকরণের দাবি করে আসছে দর্শকরা। তবে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে কিছু টিকেট বিক্রির উদ্যোগ নেয় বিসিবি। কিন্তু সেই সংখ্যা ছিল অতি সামান্য। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি জানান, বড় অংশের টিকেটই অনলাইনে ছাড়ার ব্যবস্থা রাখছেন তারা।

তিনি বলেন,‘আমাদের যে খেলাগুলি হয়, কাগজের টিকেটে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা টিকেটিং সিস্টেম ডিজিটালাইজড করতে যাচ্ছি। আগে খুব কম পরিমাণে, ছোট্ট অংশ ছিল অনলাইনে টিকেট পাওয়া যেত। এটাকে আমরা ৭০-৮০ শতাংশই ডিজিটালাইজড করব, যতটা আমাদের জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটা টিকেটের হিসাব তাতে থাকবে আমাদের কাছে।’

মূলত টিকেট ব্যবস্থাপনায় স্বচ্ছতার জন্যই অনলাইনে টিকেট বেশি রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন বিসিবি সভাপতি। এছড়া তিনি বলেন,‘আমাদের কিছু টিকেট সৌজন্যমূলক দিতে হয়, কিছু এজেন্সি আছে, যারা কাজ করে। তাদের কিছু দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয়, র‌্যাব, পুলিশ, যারা যারা থাকেন, তাদের কথা বিবেচনায় রেখেছি। সৌজন্যমূলক সেই টিকেটগুলো যেন আমরা সনাক্ত করতে পারি। টিকেটে কিউআর কোড থাকবে। কোনটা সৌজন্যমূলক, কোনটা রাজস্ব টিকেট, সেটা যেন বুঝতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের দুই ম্যাচের টেস্ট সিরিজকে পরীক্ষামূলক হিসেবে দেখছে বিসিবি। ‘সামনে দুটি টেস্ট ম্যাচ আছে। পাইলট প্রজেক্ট হবে এই সিরিজ। বেশি টিকিট করতে হবে না, টেস্ট ম্যাচে দর্শক বেশি হয় না। ব্যবস্থাপনা কেমন হতে পারে, এসব নিয়ে আলোচনা হবে। সিরিজ যেহেতু খুব কাছে, আমরা দেখব। সিস্টেমটা যারা তৈরি করছে, তারা যদি দিতে পারে, তাহলে চেষ্টা করব আমরা।’

Exit mobile version