ধারাভাষ্যেও কোটি টাকা; আইপিএলে কার আয় কত?

আইপিএল মানেই টাকার ঝনঝনানি। শুধু ক্রিকেটাররা নয়, এই আয়োজনে বিশাল পারিশ্রমিক পান ধারাভাষ্যকাররাও। তাঁদের কণ্ঠেই প্রাণ পায় মাঠের খেলা, বাড়ে উত্তেজনা, তৈরি হয় আবেগের মঞ্চ। সম্প্রতি ভারতের ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে তুলে ধরেছে, আইপিএলে জনপ্রিয় ধারাভাষ্যকারদের কী পরিমাণ আয় হয়।

ধারাভাষ্যকারদের পারিশ্রমিক নির্ভর করে তাদের অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং ভাষার ওপর। ইংরেজি ভাষায় ধারাভাষ্য দেওয়াদের চাহিদা সর্বোচ্চ, তবে যারা একাধিক ভাষায় দক্ষ, যেমন ইংরেজির পাশাপাশি হিন্দি বা আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য দিতে পারেন, তাদের পারিশ্রমিক আরও বেশি।

সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, এবং হার্শা ভোগলের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ধারাভাষ্যকাররা প্রতি মৌসুমে আয় করেন ২–৩ কোটি রুপির মতো। গাভাস্কার যেহেতু ধারাভাষ্য ছাড়াও বিশ্লেষক হিসেবে কাজ করেন, তার পারিশ্রমিক আরও বেশি হতে পারে। হার্শা ভোগলের বার্ষিক আয়ও প্রায় ২ কোটি রুপি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচ ও আইপিএল মিলিয়ে।

হিন্দি ধারাভাষ্যকারদের আয় তুলনামূলকভাবে কম হলেও তারাও প্রতি ম্যাচে ২৫ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত পেয়ে থাকেন। আঞ্চলিক ভাষার ধারাভাষ্যকাররা ম্যাচ প্রতি ১৫-২০ হাজার রুপি আয় করেন।

সব মিলিয়ে আইপিএলের মতো বড় মঞ্চে ধারাভাষ্যকারদের ভূমিকাও এখন অনেক বড়। খেলার বাইরের এই কণ্ঠসৈনিকরাই ম্যাচের রঙ আরও উজ্জ্বল করে তোলেন। তাই মাঠের বাইরেও চলেছে “কণ্ঠের খেলা”—আর তাতেও জড়িয়ে রয়েছে মোটা অঙ্কের টাকার হিসাব।

Exit mobile version