তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা। আগের দুই বন্ধুর মাঝের বৈরিতা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
গত বছর তাঁদের সম্পর্কে ভাঙনের গল্প প্রকাশ্যে আসার পর এখন দুইজনের পথও হয়ে গেছে ভিন্ন। একজন বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে উপস্থিত খেলোয়াড় হিসেবে, আরেকজন ব্যস্ত ধারাভাষ্য কক্ষে।
তামিমের পাশে থাকা বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে সাকিবকে নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তামিমকে। তামিম জবাব দেন প্রশংসার সুরে। ধারাভাষ্যকার তামিম বলেন, ‘বোলিংয়ে চমৎকার করছে সাকিব। পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও দারুণ বোলিং করেছে সে। সম্প্রতি অবশ্য ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল করছে। সাকিব সেটি কাটিয়ে ওঠার সামর্থ্য রাখে।’
অন্যদিকে বাংলাদেশের নতুন সাকিব আল হাসান তকমা পাওয়া মেহেদি হাসান মিরাজকে নিয়ে ওঠা এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি।