কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানকে। ম্যাচ ফি’র ২৫ ভাগ অর্থ জরিমানা হয়েছে তাদের। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ পয়েন্ট কাটা গেছে। নির্ধারিত সময়ে নির্ধারিত কোটার পাঁচ ওভার কম করায় এই জরিমানা ও পয়েন্ট কাটা হয়েছে তাদের।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানা করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এই শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে প্রত্যেক ওভারের জন্য এক পয়েন্ট কাটা যায়। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তান পয়েন্ট কাটার খাড়ায় পড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা গিয়েছিল। ২০২৪ সালের আগষ্টে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ছয় পয়েন্ট কাটা যায় পাকিস্তানের। এর ফলে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ ১২ টেস্টে পাকিস্তানের ৪৮ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তাদের ৩৫ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বর্তমানে তারা অষ্টম স্থানে রয়েছে। খুব স্বল্প ব্যবধানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের একটু উপর রয়েছে। এই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। আগামী ১৬ জানুয়ারিতে শুরু হচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারপরেই রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।