এর আগে মহেন্দ্র সিং ধোনী এবং নিজের ছেলের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা। এবার ধোনীকে নিয়ে মুখ খুললেন যুবি নিজেই।
ভারতের শেষ দুটি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনী। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং ঘরের মাটিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনী। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে ভারতের জার্সিতে সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ। এছাড়াও ২০১১ সালের বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তাঁর হাতেই উঠেছিলো।
যদিও তাঁরা দুইজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সাদা বলের ক্রিকেটে তাদেরকে ভারতের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায়য়ই রাখা হবে। গত কয়েক বছরের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ধোনীর সাথে যুবরাজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিলো। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ প্রকাশ করেছেন যে ধোনী এবং তিনি ঘনিষ্ঠ বন্ধু নন।
ইউটিউবে টিআরএস ক্লিপসের একটি কথোপকথনে যুবরাজ প্রকাশ করেছেন যে শুধুমাত্র ক্রিকেটীয় কারণে ধোনীর সাথে বন্ধুত্ব আছে তাঁর। তবে দুইজনের জীবনধারা এক না হওয়ায় মাঠের বাইরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ছিলো না। যুবরাজ স্বীকার করেছেন যে ধোনি যখন দলের অধিনায়ক ছিলো তখন তাঁর অনেক সিদ্ধান্তই মেনে নিতে পারেননি তিনি। এই কিংবদন্তী উইকেট কিপার ২০১৯ বিশ্বকাপ শুরুর আগে তাঁকে বলেছিলো যে নির্বাচকরা তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার কথা ভাবছিলেন না। ধোনীর পরামর্শেই নিজের ক্যারিয়ারে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেন যুবি।
সাক্ষাৎকারটিতে সেই ইউটিউবারকে সাবেক ভারতীয় এই ক্রিকেটার জানান, ‘আমি এবং ধোনী আমরা দু’জনে বন্ধু শুধুমাত্র ক্রিকেটের জন্য। তাছাড়া আর কিছুই নয়। কারণ ওর লাইফ স্টাইলের সঙ্গে আমার কোনও মিল নেই। আমার জীবনযাপন ওর থেকে অনেক আলাদা। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন বন্ধু ছিলাম। ওর সঙ্গে আমার খুব একটা যোগাযোগও নেই। ও মোটেই আমার কাছের বন্ধু নয়।’