নতুন টেস্ট অধিনায়ক খুঁজছে বিসিবি, আলোচনায় লিটন দাস

বাংলাদেশ দলের তিন সংস্করণেই অভিজ্ঞ অধিনায়ক লিটন দাস। তবে স্থায়ীভাবে নেতৃত্ব পেয়েছেন কেবল টি-টোয়েন্টিতে, আর সেই দায়িত্বে থেকে দারুণভাবেই এগোচ্ছেন তিনি। তাঁর অধীনে শেষ চারটি সিরিজে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, এশিয়া কাপেও পৌঁছে গিয়েছিল ফাইনালের একেবারে দুয়ারে।

লিটন এখন টেস্ট দলেরও নিয়মিত সদস্য। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক কে হবেন—এই আলোচনায় তাই লিটনের নামও উঠে এসেছে। আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই নতুন অধিনায়ক ঠিক করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন লিটন। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“এখন পর্যন্ত এ বিষয়ে আমি কিছু জানি না। ওরা যদি যোগ্য মনে করে, অবশ্যই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।”

২০২৩ সালে সাকিব আল হাসান চোট পেলে আফগানিস্তানের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন লিটন। সেই ম্যাচে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানে জিতেছিল। যদিও পরবর্তীতে স্থায়ী নেতৃত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে।

নতুন করে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পেলে লিটন যে আগ্রহী, তা স্পষ্ট তাঁর কথাতেই—

“টেস্টে অধিনায়কত্ব পাওয়া কোনো ক্রিকেটারের জন্যই বড় সম্মানের। আমার মনে হয় না কেউ ‘না’ করবে। তবে এখনো বিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।”

টেস্টের নেতৃত্বে লিটনের সম্ভাবনা থাকলেও আপাতত তাঁর মনোযোগ টি-টোয়েন্টি ফরম্যাটেই। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ম্যাচে নিজেদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ।

এই দুটি সিরিজ নিয়ে লক্ষ্য জানাতে গিয়ে লিটন বলেন,

“আমি চাই আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক—ব্যাটিং হোক বা বোলিং। যত বেশি কঠিন পরিস্থিতি সামলাতে পারব, ততটাই আমরা পরিপক্ব হব। চাপের মধ্যেই উন্নতি সম্ভব।”

Exit mobile version