শচীন টেন্ডুলকারের ওপরে এখন বিরাট কোহলির নাম। ওয়ানডে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার , ১১ হাজার, ১২ হাজার রানের রেকর্ড আগেই ছিলো বিরাট কোহলির । এবার এই সংস্করণে ১৩ হাজার রানের রেকর্ড যোগ করলেন বিরাট কোহলি। শুধু তাই না, ১৩ হাজার রানের ক্লাবে ঢুকতে শচীনের খেলতে হয়েছিলো ৩২১টি ম্যাচ, সে জায়গায় কোহলি খেলেছেন ২৬৭টি ম্যাচ। আর কোহলির এমন সাফল্যে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সহধর্মিণী আনুশকা শর্মা।