নয়ডার পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করলেন আফগান কোচ

প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। অন্যদিকে, শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে উপমহাদেশে খেলার আগে এই ম্যাচ কিউইদের জন্য ছিল প্রস্তুতি পর্ব। বৃষ্টিতে তা আর হয়ে ওঠেনি।

গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি পাঁচদিনেও মাঠে গড়ায়নি। বল তো দূরে, টসও মাঠে গড়ায়নি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টেস্টের শেষ দিন এসে পরিত্যক্ত হলো ম্যাচটি। তবে বৃষ্টির পরিবর্তে নয়ডার পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেছেন আফগান কোচ।

ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে এ বিষয়ে জনাথন ট্রট বলেন, ‘কখনও কখনও আমাদের পরিস্থিতি মেনে নিতে নয়। মাঠে কিছু সাধারণ বিষয় থাকে, যেগুলো নিশ্চিত করাটা দায়িত্ব। পানি নিষ্কাশন ব্যবস্থাও এমন কিছুই। নয়ডার মাঠে তা ঠিকঠাক ছিল না। তবে, যা হওয়ার হয়েছে। এটি মেনে নিতে হবে। বেশ আগ্রহ ছিল ম্যাচকে ঘিরে। কিছুই হলো না। মাঠকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই ম্যাচ একটি ভালো শিক্ষা হতে পারে আগামীর জন্য।’

Exit mobile version