ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুক্রবার বিকেএপিতে নাঈম শেখের ঝড়ো সেঞ্চুরিতে শাইনকুপুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় তারা। এ জয়ের ফলে সাত ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে প্রাইম ব্যাংক।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় শাইনকুপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ফারজান আহমেদ। এছাড়া শাহরিয়ার শাকিব ২৯ ও রাফসান রহমান ২৭ রান করেন। বল হাতে প্রাইমের পক্ষে তিনটি করে উইকেট নেন শফিকুর ইসলাম ও নাজমুল অপু।
জবাবে ১৬০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ২০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে প্রাইম ব্যাংক। দলের পক্ষে ওপেনার নাঈশ শেখ ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। তিনি ৬৪ বলে ১১ বাউন্ডারি ও ৫ ছক্কায় অপরাজিত ১০৪ রান করেন। এছাড়া সাব্বির হোসেন ৪৭ ও দিপু ৯ রান করে অপরাজিত থাকেন।