ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। সাত বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী দল ১-০ তে এগিয়ে গেল। প্রথমে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে ২৮০ রানে সব উইকেট হারায়। জবাবে পাকিস্তান ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান টস জয়ের পর প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
শাহীন শাহ আফ্রিদি শুরুতে ধাক্কা দিলেও ওয়েস্ট ইন্ডিজ তা ভালোভাবে সামলা দেয়। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে ইভিন লুইস ও কিচি কার্টি দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন। শুধু তারা নয়, অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ দারুণ ব্যাটিং করেছেন। তাদের সঙ্গে শেষ সময়ে হাত মিলিয়েছিলেন গুদাকেশ মোতি।
দ্বিতীয় উইকেটে লুইস ও কার্টি ৭৭ রানের জুটি বাঁধেন। ৬০ রান করেন লুইস। ৩০ ছিল কার্টির সংগ্রহ। অধিনায়ক শাই হোপ ৫৫ আর রোস্টন চেজ ৫৩ রান করেন। ১৮ বলে ৩১ রান করে গুদাকেশ মোতি দলের সংগ্রহকে সমৃদ্ধ করেন।
শাহীন শাহ আফ্রিদি ৪ ও নাসিম শাহ ৩ উইকেট নেন। জবাবে পাকিস্তানের প্রায় সব ব্যাটারই অবদান রেখেছেন। ব্যতিক্রম ওপেনার সায়েক আইয়ুব। ৫ রানে আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৫৩, সাবেক অধিায়ক বাবর আজম ৪৭ রান করেছেন। তবে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন হাসান নাওয়াজ ও হুসেন তালাত। তারা যথাক্রমে ৬৩ ও ৪১ রান করে জয় এনে দেন। ষষ্ঠ উইকেটে তারা ১০৪ রান করেন। এর মধ্যে হাসান নাওয়াজের এটা ছিল প্রথম ওয়ানডে। আর তালাতের দ্বিতীয় ওয়ানডে। অভিষেক ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন হাসান নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২৮০/১০ (৪৯ ওভার)। (ইভিন লুইস ৬০, শাই হোপ ৫৫, রোস্টন চেজ ৫৩, গুদাকেশ মোতি ৩১, কিচি কার্টি ৩০; শাহীন শাহ আফ্রিদি ৪/৫১, নাসিম শাহ ৩/৫৫)।
পাকিস্তান: ২৮৪/৫ (৪৮.৫ ওভার)। (হাসান নাওয়াজ ৬৩,মোহাম্মদ রিজওয়ান ৫৩, বাবর আজম ৪৭, হুসেন তালাত ৪১; শামার জোসেফ ২/৬৫)।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: হাসান নাওয়াজ।
