নাটকীয় লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারালো ইংল্যান্ড।

ভারতের শেষ উইকেট তুলে নেয়ার পর শোয়েব বশিরকে এভাবেই কোলে তুলে নেন সতীর্থরা।

জয়ের জন্য লর্ডস টেস্টের শেষ দিন ভারতের প্রয়োজন ছিলো ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ছিলো ছয় উইকেট। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে মামুলি রানটাও শেষ পর্যন্ত পাহাড়সম করে তুললেন ইংল্যান্ডের বোলাররা। ফলে জয় থেকে ২২ রান দূরে থাকতেই ১৭০ রানে গুটিয়ে গেলো শুভমান গিলের দল।

লর্ডস টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের প্রয়োজন ছিলো ১৯৩ রান। টেস্টের চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৫৮ রান। কিন্তু ইংলিশ বোলারদের সম্মিলিত আক্রমণের মুখে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হলো ভারতকে।

ম্যাচের চতুর্থ দিন ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আকাশ দ্বীপ আউট হওয়ার সময় অন্য প্রান্তে ৩৩ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল। ৫ম দিন রাহুলের সাথে নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামেন রিশভ পন্থ। কিন্তু ব্যক্তিগত ৯ রানে আউট হন রিশভ।

কেএল রাহুলও ব্যক্তিগত ইনিংসটাকে আর লম্বা করতে পারেনি। আগের দিনের ৩৩ রানের সাথে মাত্র ছয় রান যোগ করেই আউট হন তিনি। মিডল অর্ডারে ভারতের হয়ে লড়াইটা চালিয়ে গেছেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ড ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি।

ইংলিশদের পক্ষে জোফরা আর্চার ও বেন স্টোকস তিনটি করে উইকেট পেয়েছেন। ব্রাইডন কার্স নিয়েছেন দুই উইকেট। এছাড়া ক্রিস উকস ও শোয়েব বশির নিয়েছেন একটি করে উইকেট।

ম্যানচেস্টারে আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:
টস : ইংল্যান্ড (ব্যাটিয়ের সিদ্ধান্ত)
ইংল্যান্ড : ৩৮৭ ও ১৯২
ভারত : ৩৮৭ ও ১৭০
ইংল্যান্ড ২২ রানে জয়ী।

Exit mobile version