নানা নাটকীয়তা: তামিমকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল

৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের ১০ম আসরে ১০ম অর্থাৎ শেষ দেশ হিসেবে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাদ পড়েছেন তামিম ইকবাল, ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইনজুরির কারণে সব ম্যাচ খেলতে পারবেন না, তামিম ইকবালের এমন ঘোষণার পর সাকিব আল হাসান জানিয়েছিলেন কারও শর্তের বেড়াজাল থাকলে তিনি নিজেও খেলবেন না। ফলে বাধ্য হয়েই তামিমকে বাইরে রেখে বিশ্বকাপের দল দিলো বিসিবি।

১৫ সদস্যের বাংলাদেশের বিশ্বকাপ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিব ও মাহমুদউল্লাহ।

দল ঘোষণা নিয়ে নাটকীয়তা:

আইসিসি’র বেধে দেয়া সময় অনুযায়ী বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। পরে দল ঘোষণা করতে গেলে নিতে হবে ক্রিকেটের বিশ্ব সংস্থাটির অনুমতি। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর সোমবার তামিম ইকবাল জানিয়ে দেন পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপের সব ম্যাচে তার পক্ষে খেলা সম্ভব নয়। এর বিপরীতে মারাত্নক প্রতিক্রিয়া দেখান অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার রাতেই ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিমানবন্দর থেকে সোজা চলে যান গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। উপস্থিত ছিলেন সাকিবও। সব মিলিয়ে বোঝাই যাচ্ছিলো তামিমকে বাদ দিয়েই ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।

বিসিবি’তে মাশরাফি:

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। বাইরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চরম নাটকীয়তা। এরই মধ্যে বিসিবি কার্যালয়ে আসেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অবশ্য এনিয়ে কথা বলেননি কেউই।

গত  ৬ জুলাই, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এই ঘোষণার রেশ প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিলো। গণভবনে বিসিবি সভাপতি, মাশরাফি ও তামিমের মধ্যে আলোচনা ও প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে অবসর ভেঙে ফিরে আসার কথা জানান তামিম। তবে ফিটনেস ইস্যুতে আফগান সিরিজের বাকি ম্যাচ ও এশিয়া কাপে  না খেলার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এবারও মাশরাফি কোন ভূমিকা রাখেন কি না সেই বিষয়টিই ছিলো আলোচনার বিষয়। শেষ পর্যন্ত কোন পক্ষই এই নিয় মুখ না খোলায়  বিষয়টি নিয়ে ধোয়াশাই রয়ে গেলো।

Exit mobile version