নারীদের র‌্যাংকিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

ভারতের বিপক্ষে স্মরণীয় হোম সিরিজ শেষ হতে না হতেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল- আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ফারজানা ও নাহিদা। 

সর্বশেষ মঙ্গলবার ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯তম স্থানে এখন ফারজানা হক পিংকি। 

অন্যদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন বা হাতি এই  স্লোয়ার-অর্থোডক্স বোলার। নাহিদার এই কৃতিত্ব যে কোন বাংলাদেশী নারী ক্রিকেটারের জন্য র‌্যাংকিংয়ে সর্বোচ্চ অবস্থান। এর আগে সালমা খাতুন গত বছরের ডিসেম্বরে ২০ নম্বরে উঠেছিলেন।

ব্যাটিংয়ে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে এর আগে ২৫তম স্থানে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার রেকর্ড টপকে ফারজানা উঠলেন নতুন উচ্চতায়। গত শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা। ১৫৬ বলে করেন সেঞ্চুরি।

Exit mobile version