কিছুদিন আগে বিসিবির নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচটি বোর্ড সভা হয়েছে তার অধীনে। এ রকমেরই একটি সভায় দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এবং উইনিং বোনাসও বাড়তে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
২০২৪-২৫ মৌসুম থেকে বাংলাদেশ নারী ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো প্রয়োগ করা হবে বলে জানা গেছে। বিসিবির পক্ষ থেকে জানা গেছে, নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ছে মাসে ২০ হাজার টাকা করে। ফলে ‘এ’ ক্যাটাগরিতে নতুন বেতন হবে ১ লাখ ২০ হাজার টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন হবে ১ লাখ টাকা।
এ ছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও ১০ হাজার টাকা করে বাড়ছে। নতুন বেতন কাঠামোয় ‘সি’ ক্যাটাগরি ৭০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির জন্য মাসে ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও উইনিং বোনাসও দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এখন থেকে নারী ক্রিকেটাররা ১–৩ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দলকে হারাতে পারলে প্রতি ওয়ানডেতে ১ লাখ টাকা করে পাবে। এ ছাড়া ৪–৬ র্যাঙ্কিংধারীদের বিপক্ষে ৭৫ হাজার এবং ৭–৯ নম্বরে থাকা দলের সঙ্গে জিতলে পাবে ৫০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ১–৩ নম্বরের দলকে হারালে ৫০হাজার, ৪–৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭–৯ র্যাঙ্কিংয়ের দলকে হারালে ৩০ হাজার টাকা করে পাবে’। এই দুই ফরম্যাটে সিরিজ জিতলেও একইভাবে বোনাস দেওয়া হবে জাতীয় নারী দলকে।
২০২৩-২৪ মৌসুমে এ ক্যাটাগরির প্লেয়ার ছিলেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি ও নাহিদা আক্তার। বি ক্যাটাগরিতে ছিলেন ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান। সি ক্যাটাগরিতে ছিলেন সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার এবং সর্বশেষ ডি ক্যাটাগরিতে ছিলেন দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি। তবে প্লেয়ারদের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা এবং কবে হতে পারে এই সম্পর্কে এখনও কিছু জানা যায়নী।