নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ

দেখে নিন বাংলাদেশের সূচি

আইসিসি নারী ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ফলে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাইপর্বের পরীক্ষায় পাস করতে হবে। পাকিস্তানের লাহোরে আগামী ৯-১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আজ (শুক্রবার) ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা করেছে আইসিসি।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় দিনই (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো ১৩ এপ্রিল আয়াল্যান্ডের বিপক্ষে, ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপডক্ষে।

আর ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ-গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

Exit mobile version