নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ১৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দুইশও ছুঁতে পারল না শান্তর দল।
তানজিদের সাথে আজ ওপেনিং করেন জাকির হাসান। বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় আজকের ম্যাচ।
খেলতে নেমে মাত্র ৮ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে এটাই প্রথম উইকেট ছিলো তারকা পেসার বোল্টের। ২ উইকেট যাওয়ার পর নতুন করে আশা জাগায় তাওহীদ হৃদয়। তবে ইনিংসটা বড় করতে পারেনি। অ্যাডাম মিলনের বলে ফেরেন সাজঘরে। ৩৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তাওহীদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ওপর ভর করে দল এগিয়ে চলে বাংলাদেশ। শান্তর সঙ্গে মুশফিকের জুটি পঞ্চাশ পেরোয়। মুশফিককে ১৮ রানে বোল্ড করেন ফার্গুসন। জুটিকে থামতে হয় এখানেই।
অধিনায়ক শান্ত বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলেন। এশিয়া কাপের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বেশ ভালো ভাবেই। ৮৪ বলে ৭৬ রানের ইনিংসটি ছিল বেশ দারুণ। ১০টি বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসটিই ছিল আজ বাংলাদেশের সেরা অর্জন।
জুটি ভাঙার পর মাহমুদাল্লাহ রিয়াদ, মেহেদী , হাসান, নাসুম একে একে সাজঘরে ফেরেন। সব উইকেট শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ১৭১।
কিউইদের কাছে এমনিতে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এখন ১৭২ রান নিয়ে ব্ল্যাক ক্যাপদের আটকানো যায় কি না তাই দেখার বিষয়।