বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। আগে ব্যাট করে কিউইদের ১৭২ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা।
ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই ওপেনার পাথুম নিশানকার উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার কুশাল পেরেরা ওয়ানডাউনে নামা কুশাল মেন্ডিসকে নিয়ে স্কোরবার্ডে দ্রুত ২৭ রান যোগ করতেই উইকেট হারান মেন্ডিস। তাকে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। একই ওভারে সাদিরা সামারাবিক্রমার উইকেট হারায় শ্রীলঙ্কা। ছন্দে থাকা পেরেরা আউট হওয়ার আগে নিজের অর্ধশতক তুলে নিলেও দলীয় ৭০ রানে আসালানকা আউট হলে তিনিও প্যাভিলিয়নে ফিরেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন কুশাল পেরেরা। তিনি ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। শেষে থিকসানা লড়াকু ইনিংস খেলে ৩৮ রানে অপরাজিত ছিলেন।
তিনটি উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। দুইটি করে উইকেট পেয়েছেন লোকি ফার্গুসন,মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। একটি উইকেট নিয়েছেন টিম সাউদি।
আজ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। অন্যদিকে লঙ্কানরা জিতলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূলপর্বে ওঠার লড়াইয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্য এই ম্যাচের উপরেই নির্ভর করছে।