রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলিংয়ে ফজল হক ফারুকী ও রশিদ খানের তাণ্ডবে নিউজিল্যান্ডকে ৮৪ রানের বড় ব্যবধানে হারালো আফগানিস্তান। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় আফগানরা। জবাবে ১৫ ওভার দুই বলে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় কিউইরা।
গায়ানার স্লো উইকেটে টস জিতে আফগান স্পিনারদের মুখে শুরুতেই পড়তে চায়নি কেন উইলিয়ামসনের দল। কিন্তু গুরবাজ ও ইব্রাহিম জাদরানের আগ্রাসি ও জমাট ব্যাটিংয়ের বিপরীতে কার্যকরী কোন ভূমিকা রাখতে পারছিলেন না নিউজিল্যান্ডের বোলাররা।
শতরানের জুটি গড়ে দলীয় ১০৩ রানের সময় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৪১ বলে ৪৪ রান করে ম্যাট হেনরির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন জাদরান। ওয়ান ডাউনে খেলতে নেমে ঝড় তোলেন আজমতুল্লাহ ওমরজাই। কিন্তু ১৩ বলে ২২ রান করে ফিরতে হয় হেনরির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে।
এরপরই শুরু হয় আফগানদের ব্যাটিং বিপর্যয়। গুরবাজ উইকেটের একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটাররা আসা যাওয়ায় ব্যস্ত থাকলে রশিদ খানদের আর বড় স্কোর গড়া হয়ে ওঠেনি। দলের ৫ম ব্যাটার হিসেবে ২০তম ওভারের দ্বিতীয় বলে গুরবাজ আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রান করে।
আফগানদের টপ অর্ডারের তিন ব্যাটার দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। পরের পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ছয় রান করেছেন অধিনায়ক রশিদ খান।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হ্যানরি দু’টি করে উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ফজল হক ফারুকীর বলে আউট হন ফিন অ্যালেন। ফারুকির সাথে বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছেন রশিদ খান। চারটি করে উইকেট তুলে নিয়েছেন তারা। দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।
আফগানদের সাড়াশি বোলিংয়ের বিপরীতে নিউজিল্যান্ডের কোন ব্যাটারই দাঁড়াতে পারেননি। ফলে ৮৪ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো দলটাকে।