নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের সেমিফাইনালে খেলার যে আশা ছিলো তার পালে হাওয়া দিয়েছিলো বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক। গত দুই বছরে টাইগার পেসারদের যেই পারফরম্যান্স তাতে ধরেই নেয়া হয়েছিলো উপমহাদেশের মাটিতে নিজেদের দিনে যেকোনো দলকে কুপোকাত করবেন তাসকিন-মুস্তাফিজ-শরিফুলরা। তবে শেষ পর্যন্ত সেই আশায় গুড়েবালি। প্রায় প্রতিটি ম্যাচেই ছন্নছাড়া ছিলেন তাঁরা। যাকে এই পেস অ্যাটাকের নেতৃত্বে রাখা হয়েছিলো সেই তাসকিনই সবচেয়ে বেশি হতাশ করেছেন। বিশ্বকাপ শুরুর আগে তাঁর কাঁধে যেই চোট ছিলো সেটা ভুগিয়েছে পুরো বিশ্বকাপ জুড়েই। তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে দল, হয়েছেন নিজেও। দুই ম্যাচে একাদশেই ছিলেন না তাসকিন। যেই সাত ম্যাচ খেলেছেন সেখানেও চোটের প্রভাবটা ছিলো চোখে পড়ার মতন।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। সেই ম্যাচে চোটের কারণে ছন্দহীনতার কথা জানিয়েছেন তাসকিন নিজেই। তিনি বলেন, ‘চোট নিয়ে খেলছিলাম, ছন্দ পাচ্ছিলাম না এর মধ্যে মার্জিন (ভুল ও ঠিক লাইন-লেংথের) ছোট ছিল। সব মিলিয়ে একটি কঠিন টুর্নামেন্ট গেছে। আমি খুব ভুগছিলাম, কারণ আমার কাঁধে কিন্তু ‘টিয়ার’আছে। এটা নিয়ে চালিয়ে যাচ্ছি।’ সাথে আরো একটি দুঃসংবাদ জানালেন তাসকিন। নিউজিল্যান্ড সিরিজে নিজের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবো না। কিছু তো করার নেই। বিশ্রাম নিয়ে ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে চেষ্টা করতে হবে ছন্দে ফেরার। এই সিরিজটা বাদ দিলে আশা করি নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারবো।’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে আগামী ২৮শে সেপ্টেম্বর। শোনা গিয়েছে সিরিজে টেস্ট জার্সিতে দেখা যাবে না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকেও।

Exit mobile version