নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাদা বলের অধিনায়ক হিসেবে মিচেল স্যান্টনারের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দেওয়া কেইন উইলিয়ামসনের স্থলাভিষিক্ত হিসেবে স্যান্টনার আপাতত শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন। তবে নিউজিল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে কার নাম ঘোষণা করা হবে, তা এখনও নিশ্চিত নয়।
কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের হয়ে ৯১টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, দীর্ঘদিন টেস্ট দলের অধিনায়কত্বও করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর, উইলিয়ামসন গত জুন মাসে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নেন। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।
শ্রীলঙ্কা সফরের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই নতুন মুখ— অলরাউন্ডার নাথান স্মিথ এবং উইকেটকিপার ব্যাটসম্যান মিচ হে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দু’জনকেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৪ বছর বয়সী হে ক্যান্টারবেরি ক্লাবের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন, আর স্মিথও পেয়েছেন নিউজিল্যান্ডের সেরা ঘরোয়া ক্রিকেটারের সম্মাননা।
বর্তমানে নিউজিল্যান্ড দল ভারতে টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্টে ভারতের মাটিতে ঐতিহাসিক জয় পেলেও, দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন চোটের কারণে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের আট ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, টিম সাউদি এবং টম ল্যাথাম।
শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর ডাম্বুলায়।