চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়নে গ্যারি স্টেড। আগামী জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। ফলে সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের কোচের দায়িত্বে থাকছেন না ৫৩ বছর বয়সী এই কোচ।
২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন স্টেড। খেলোয়াড়ি জীবনে পাঁচ টেস্ট খেলেন তিনি। তবে কোচ হিসেবে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার কোচিংয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে তুমুল লড়াইয়ের পর স্রেফ বাউন্ডারি কম মারার নিয়মের কারণে শিরোপা জিততে পারেনি কিউইরা।
তার সময়েই ২০২১ টি-২০ বিশ্বকাপ ও এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে নিউজিল্যান্ড। তার কোচিংয়ের পুরো সময়টায় বেশ ধারাবাহিক ছিল দলের পারফরম্যান্স। এই সময়ে দলের শক্তির গভীরতাও ফুটে উঠেছে। কদিন আগেই যেমন দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তানকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড।